সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীরতে কৃষকের বাড়িতে ডাকাতি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদী পৌরসভার মোকারামপুর গ্রামের এক কৃষকের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঈশ্বরদীর মোকারামপুর গ্রামের মোঃ বাবুল হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ভুক্তভোগী মোঃ বাবুল হোসেন ঈশ্বরদী থানার মোকারামপুর গ্রামের মোঃ ইদ্রিস আলী মালিথার ছেলে। ভুক্তভোগীর ভাই মোঃ রবিউল ইসলাম ডাকাতির বিষয়ে জানান, আমার কাছে একটি ফোন আসে আমার বড় ভাই মোঃ বাবুল হোসেন মালিথা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তাত অবস্থায় চিকিৎসাধীন আছে। এই খবর শুনে আমি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমার ভাইয়ের নিকট থেকে জানতে পারি যে, তার বসত বাড়িতে ডাকাত পড়েছিলো। আমার ভাই আমাকে আরও জানান, দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছরের বসতবাড়িতে ৫ জন ডাকাত মুখে মাস্ক ও টুপি পরে প্রথমে বাড়ির মেইন গেটের শিকল কেটে বাড়ীর মধ্যে প্রবেশ করে এবং দরজায় লাথি মেরে ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকে ধারালো হাঁসুয়া দিয়ে আমার ভাইয়ের ডান হাতের কবজির উপর কোপ মারে এবং আমার ভাবী ও ভাতিজিকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আমার ভাইকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমার ভাইয়ে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সুত্রমতে আরও জানা যায়, ভুক্তভোগির বাড়ি থেকে সোনার চেন, কানের দুল, নগদ টাকা, দুটি মোবাইল ফোনসহ প্রায় ১ লাখ টাকা মূল্যের মালামাল ডাকাতি করে নিয়ে চলে যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আমরা ডাকাতি খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। ভুক্তভোগি থানায় ডাকাতির একটি লিখিত অভিযোগ করেছে। দ্রুত তদন্ত করে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com