জিয়াউল হক জিয়া,কক্সবাজার জেলা প্রতিনিধি:
তাওহিদুল হাসান পরিচালিত চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় জনসচেতনমুলক নাটক “জনপ্রতিনিধি” শিরোনাম নিয়ে প্রচারিত হতে যাচ্ছে । আজ ৩০জুলাই জুমাবার দুপুর দুইটার পরপর ইউটিউব স্যানেল “cox entertainment”(‘কক্স এন্টারটেইনমেন্ট)’ এ প্রকাশিত হবে এবং দেখতে পাবে। এই নাটকের নাট্য পরিচালনায় অভিনেতা তরুন উদীয়মান পরিচালক তাওহিদুল হাসান। নাটকের মেসেজ জনপ্রতিনিধি নির্বাচনে শিক্ষিত সমাজের ভূমিকা এবং দারিদ্রতার কারণে ক্ষুদ্র স্বার্থ জন্য বৃহৎ স্বার্থ জলাঞ্জলি নিয়ে ‘জনপ্রতিনিধি’ নাটকটিতে ১ম পক্ষ একজন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ শিল্পী যিনি হাওলাদার চরিত্রে অভিনয় করেছেন । তার বিপরীতে অভিনয় করেছেন তাওহীদুল হাসান যিনি তালুকদার চরিত্রে অভিনয় করে।
নাটকটি প্রযোজনা করেছেন, বি কে থিয়েটার গ্রুপ। সার্বিক সহযোগিতা করেছেন মাহমুদ হাসান । কৃতজ্ঞতায় ভারুয়াখালী বাসি। নাটকে শিক্ষিত সমাজের প্রতিনিধি হিসেবে অভিনয় করেছেন মাস্টার তাজুল ইসলাম, সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন সাংবাদিক জিয়াউল হক জিয়া। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন রেজাউল করিম, আব্দুল্লাহ, মোবারক, হোসেন, আরিফুল ইসলাম, পারভেজ,মামুন,শহিদুল ইসলাম,শামসুল আলম,আবু মাসুদ,নিশান আদনান, রাজা মিয়া,মোরশেদুল আলম প্রমুখ আজকে সন্ধা থেকে সরাসরি আপনার ইউটিউব স্যানেল থেকে উপভোগ করুন নাটক জন প্রতিনিধি । আশা করি সবার ভাল লাগবে। ধন্যবাদ স্যানেল লিংকঃ https://www.youtube.com/