সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৮ ফেব্রুয়ারী সকালে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদুৎ, ইউআরসি চঞ্চল কুমার মিস্ত্রি, এটিও শাহজাহান মিয়া, এটিও জাহাঙ্গীর আলম, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাষকাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, পশ্চিম কোদালিয়া সপ্রাবি প্রধান শিক্ষক মশিউর রহমান, আব্দুর রহমান, শফিকুল ইসলাম, সোহেল রানা, ফিরোজ শাহ, আবুল কালাম আজাদ, আঃ হালিম, হুমায়ুন কবির, ফিরোজ আফ্রিদি, শেখ ফরিদ সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৭ টি ইউনিয়নের বাছাইকৃত শিক্ষার্থীদের ৫০ মিটার দৌড়,দীর্ঘ লাফ,বিস্কুট দৌড়,টেনিস বল নিক্ষেপ,উচ্চ লাফ,ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়,অংক দৌড় সহ, কবিতা আবৃত্তি আরও বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।