পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (১৮) যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেল স্টেশনের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শরৎনগর রেল স্টেশনের পশ্চিমে আঞ্জু সরদারের বাড়ির পাশে রেল লাইনের উপর বসেছিল অজ্ঞাত ওই যুবক। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবক রেল লাইনের নিচে ছিটকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের পরনে নেভি ব্লু রঙের জিন্স প্যান্ট ও কালো রঙের সোয়েটার রয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।