টাঙ্গাইলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “শাহীন স্কুল” সলঙ্গা থানা শাখায় জমে উঠেছে পিঠা উৎসব।গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দিনব্যাপী এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন,সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ প্রধান শাখার পরিচালক আ: করিম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ।
শিক্ষার্থী,অভিভাবকসহ পিঠাপ্রেমীরা সকাল ৯ টা থেকেই পিঠা উৎসবে যোগ দেন।উদ্বোধনের পর হতেই পিঠার স্বাদ গ্রহনে ব্যস্ত থাকেন পিঠাপ্রেমীরা। পিঠা খেতে স্টলে স্টলে ভিড় করেন তারা। বাড়ি থেকে পিঠা তৈরি করে এনে পিঠা উৎসবের স্টল করেন অনেকেই। হরেক রকমের পিঠার স্থান হয়েছিল এ উৎসবে। এর মধ্যে ভাপা পিঠা, চিতই,জামাই পিঠা,দুধ পিঠা,পাটি সাপটা,তেলপিঠা,পুলি পিঠা,খেজুর গুড়ের পিঠা,ডিম সুন্দরি ইত্যাদি। পিঠা উৎসবের সাথে শাহীন শিক্ষা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান,লটারি ও কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সিরাজগঞ্জ শাখা পরিচালক নুরুল হক। শেষে “শাহীন স্কুল” সলঙ্গা থানা শাখার পরিচালক আব্দুস সামাদ ও রাকিব হোসেন অন্যান্যদের সাথে নিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।