পাবনার আটঘরিয়ায় দুইজন ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাহারুল ইসলাম এই জরিমানা করেন।
মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া সড়াবাড়িয়া এলাকার বিশ্বাস মোড়ে কামাল উদ্দিনের ছেলে শাকিল হোসেন(৩০),
চাঁদভা ইউনিয়নের নাগদহ গ্রামের সুরুত আলীর ছেলে খলিলুর রহমান ভুয়া চিকিৎসক সেজে দীর্ঘ দিন যাবত সবার চোখে ধুলা দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসক দিয়ে অর্থ লুফে নিতেন।
এদিন সন্ধ্যা উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম সঙ্গী ফোর্স নিয়ে হাতে নাতে তাদেরকে ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন।