পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ০১(এক) কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। গ্রেপ্তারকৃত হলেন পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন গোয়ালবাতান উত্তরপাড়া এলাকার পিতা মৃত ফয়েজ খাঁর ছেলে মোঃ ফিরোজ খাঁ (৪২)। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্ত্বাবধানে ওসি, ডিবি মোঃ ইমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাতান উত্তরপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ০১(এক) কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।