মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

ই-পেপার

চলন বিল – মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৭:৩৫ অপরাহ্ণ

তোরা যাবি নাকি ? চলন বিল,
সেখানে দেখবি তোরা
বিভিন্ন মৎস প্রজাতির কিলবিল ।
সেখানে রয়েছে মাঝি-মাল্লা ও
পাখ-পাখালির সুর ছন্দ ,
আরো আছে বাড়ীর উঠানে
শুকে দেয়া শুটকীর গন্ধ ।

তোরা যাবি নাকি ? চলনবিল
সেখানে দেখবি তোরা
পদ্ম, শাপলা শ্যাওলার ঝিল ।
বিলের মাঝে ঘুরে বেড়ানো
পালতোলা সারি সারি নৌকা
এরই মাঝে পাবে
বিশাল জনগোষ্ঠী শামুক ঝিনুক
শিকারী মতসজীবিদের দেখা ।

বিলবাসী নৌকা, ভেলা বা সাতরিয়ে
যায় হাট বাজারে,
আবার শুষ্ক মৌসুমে চলে তারা
পায়ে হেটে বা গরুর গাড়ী চড়ে ।

তোরা যাবি নাকি ? চলনবিল
সেখানে দেখবি তোরা
শালিক, বক পানকৌড়ি গাঙচিল,
বিলগায়ের বর-কনে নৌাকায় চড়ে
যাচ্ছে বিয়ের বাড়ী,
চলনবিলের ঢেউ যেন দিচ্ছে
বিয়ের শানাই ও ঢাকের বাড়ী ।

কবি পরিচিতি:
মো: আলমগীর হোসেন
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন
উপ-পরিচালকের কার্যালয়, পাবনা।
মোবাইল: ০১৭৪০-৭১৪৬৫৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর