“সমবায় শক্তি,সমবায় মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিআরডিবি হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম,পরিসংখ্যান কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, বিআরডিবির সাবেক সভাপতি মো. ফরহাদ আলী প্রমুখ। সভায় সমিতির সকল পরিচালক, কর্মকর্তা, সমবায়ী সদস্য, প্রাথমিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।