সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে আলহাজ্ব এম বেলাল হোসেন স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।
সোমবার বিকেলে উল্লাপাড়া উপজেলার ছোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যলয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সিরাজগঞ্জ মহিলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট মহিলা ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় জয়পুরহাট একাদশ ৩-১ গোলে সিরাজগঞ্জ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জয়পুরহাটের হাবিবা খাতুন।