উর্দুই হবে রাষ্ট্রভাষা বাংলা নয়
জিন্নাহ`র ঘৃর্ণাত্বক ভাষনে,
বাংলা ভাষা রক্ষার সংগ্রামে
বাঙ্গালী স্বাধীনতার বীজ বুনে ।
ভারত পাকিস্তান যুদ্ধে
বাঙ্গালীরা বীরত্বের সাথে যুদ্ধ করে,
পশ্চিম পাকিস্তান ছিল সুরক্ষিত
আর বাংলা ছিল অবহেলায় পড়ে ।
পশ্চিমারা কখনও বাঙ্গালীদের
মনে করেনি স্বদেশী ভাই,
বাঙ্গালীর মুখের ভাষা কেড়ে নিতে
ওদের বিবেক একটুও জাগ্রত হয় নাই ।
সংগ্রামে উত্তাল ২১ ফেব্রুয়ারী
হায়েনার গুলিতে রফিক জব্বার,
বাংলা মায়ের দামাল ছেলেদের
স্মরণে দন্ডায়মান শহীদ মিনার ।
৫২ ৫৪ ৬৬ ৭০ ৭১ কত লিখব ?
কখনই দেয়নি ন্যুনতম অধিকার,
ভাষা হতে মহান মুক্তিযুদ্ধ ঘাতকরা
কত সম্ভ্রম! কত রক্ত! খেয়েছে বার বার ।
বাঙ্গালী বীরের বেশে বঙ্গবন্ধুর ডাকে
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে,
নারীর সম্ভ্রম শত শহীদের রক্তে
স্বাধীনতা আসে বাংলার ঘরে ঘরে ।