সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর ২০২৪ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আবু সাইদ বিদ্যুৎ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান মোঃ ফারুক সরকার।
বিদ্যালয়ের বিদায়ী পরীক্ষার্থীদের আয়োজনে বিদায়, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হজরত আলী মাষ্টার, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, খাষকাউলিয়া সিদ্দিকী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাও, মো, আশরাফ আলী, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুর রহমান, সহকারী শিক্ষক মো, ইদ্রিস আলী, ফারক হোসেনসহ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।
বক্তরা বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মুলত বিদায় নয়, এটা আমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে আমরা এসসি সম্পন্ন করে বিভিন্ন কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং ঙান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। এছাড়াও বিভিন্ন দিক নির্দশনা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।