১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারী
মিছিলের স্রোত ছিল ঢাকা শহরে,
প্রতিবাদী ছাত্র জনতা
রাষ্ট্রভাষা বাংলার দাবীতে মিছিল করে ।
শহরের সকল শিক্ষাঙ্গন
ছাত্র ছাত্রী শুণ্য ছিল ফাকা,
এত বড় মিছিল কেউ দেখেনি
মিছিলে ঢেকেছিল পুরো ঢাকা ।
সবার হাতে বাংলা লেখা প্লাকার্ড
সদরঘাট থেকে চকবাজার
রাষ্ট্রভাষা বাংলার দাবীতে
স্বতস্ফুর্ত অংশগ্রহন সবার ।
রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে
উত্তপ্ত হয় ৫২ এর ৪ ফেব্রুয়ারি,
ভাষা হতে স্বাধিকারের স্বপ্ন বুনে
বাঙ্গালী জাতীয়তাবাদ অনুসারী ।