জুম্মার নামাজ আদায়ে
মসজিদে মুসল্লী ভরপুর,
এ নামাজ আদায়ে
ফজিলত রয়েছে প্রচুর ।
জুমার নামাজ আদায়ে
বান্দা পায় কোরবানির ছওয়াব,
মহান আল্লাহ খুশি হয়ে
বান্দার গুনাহ করেন মাফ ।
বান্দার জন্য জুম্মাবার
আল্লাহর বিশেষ উপহার,
স্রষ্টার খুশিতে ব্যস্ত
দ্বীনের সকল রাহবার ।
মুসল্লীর মিলনমেলা
পবিত্র জুম্মা শুক্রবার ,
ধনী গরীব এক কাতারে
হিংসা-বিদ্বেষ কাটে সবার ।
জুম্মার খুতবা শুনে
বান্দার একিন হয় মজবুত,
দ্বীনের দাওয়াতে ব্যস্ত
মহানবীর সকল উম্মুত ।