আদর করে ,ছোট্ট কোলে
নিলাম তোকে তুলে,
বড় হয়ে আমায় তুই
যাস না যেন ভুলে।।
তোর মুখটা দেখলে আমার
পরান ভরে যায়,
তোর সুখের, সুখী আমি
দুঃখতে কান্না।।
তুই যে আমার খেলার সাথী
চলার পথে আলো,
আমার বুকেই রাখিস মাথা
হোসনা, এলো মেলো।।
এই ভাবেতেই শেষ জীবনে
তোকে কাছে চাই,
যে যাই বলুক, নিস না কানে
তুই যে আমার ভাই।।