ও বন্ধু তুমি এত নিষ্ঠুর
যার হয়না তুলনা,
দু:খ ভারাক্রান্ত এ জীবনে
তোমায় কখনও ভুলবনা।
অফিসের গেটে কত
ফুল নিয়ে দাড়িয়ে,
ভালবাসার কত কথা
বলেছো একটু বাড়িয়ে।
প্রায়ই আমায় বলেছো
সুখে-দু:খে থাকবে পাশে,
সেই আমাকে ভুলে তুমি
চলে গেছো অন্যের কাছে।
মুঠোফোনে প্রেমের মেসেজ
অনেক উপহার দিয়েছো,
তারপরও অন্যের বধু সেজে
মোরে ডাষ্টবিনে ছুড়ে ফেলেছো।
সমাজ ধর্মের অজুহাতে
এক মুহুর্তেই বদলে গেলে,
তাই বলে সত্যিকারের প্রেমে
ফাঁসি লটকাইয়া দিলে ।
তুমিই তো বলেছো
আমি তোমারই আছি,
পজিশনের কাছে হেরে
এ প্রেম একদম মিছে মিছি।