খোকা গেছে নানী বাড়ী
স্কুলে যেতে তাঁর আড়ি,
মা বলে যেতে হবে স্কুলে
দ্রুত চল বাড়ী ।
কিনে দাও আমায়
বাঘ ভাল্লুক খেলনা,
ভাল লাগেনা আমার
স্কুলের পড়াশোনা ।
মা বলে ওরে অবুঝ শোনা
ভুল করিও না আর,
লেখাপড়া করে হবে তুমি
মস্ত বড় উকিল ব্যারিস্টার ।
মা আমি কি হতে পারব
মস্ত বড় উকিল ব্যারিস্টার,
মা বলে হ্যাঁ হবেই তুমি
পড়াশোনা শুরু কর আবার।
খোকা মাকে বলে
শুনব মা তোমার কথা,
স্যার ম্যাডামকে বলো
দেয়না যেন বেতের ব্যাথা ।
মাগো করলাম আমি পণ
দিচ্ছি তোমায় কথা,
মুখস্ত করে ছাড়ব আমি
সকল বইয়ের পাতা ।