বিদায় ভাষনে মহামানব বলেন
তোমরা যা পরবে যা খাবে,
দাস-দাসী কাউকে অবহেলা নয়
সকলকে তাই খাওয়াবে পরাবে।
সকল মানুষকে সম্মান করবে
চেনা অচেনা সকলকে সালাম দিবে,
দুনিয়াতে তোমার সম্মান বাড়বে
দোযখের শাস্তি হতে নাজাত পাবে ।
সবাইকে এক আল্লাহ’র ডাকে
মহানবী করেছেন আহবান,
ইসলামে বর্ণবাদ নেই বলেই
বেলাল কাবায় দিয়েছে আজান।
নারী-পুরুষের নেই ভেদাভেদ
নবী সকলকে করেছেন সমভাবে শ্রদ্ধা,
হযরত সুমাইয়া মহিয়ষী নারী
পেয়েছেন ১ম শহীদের মর্যাদা।
গরীব কালো বর্ণের সবাই
এক কাতার নামাজ আদায়,
ইসলামে বর্ণবাদ নেই বলেই
মুসলিম ভ্রাতৃত্ব নজর কারে সর্বদায় ।
শিক্ষা-দীক্ষায় নেই কোন বিভেদ
জ্ঞান আহরোণে নারী পুরষ সমান,
সারা বিশ্বে ইসলাম কায়েমে
নারীদের ও রয়েছে অনেক অবদান।