সাপ্তাহিক ছুটির দিন
শুক্র ও শনিবার,
খেলাধুলায় সময় কাটাতে
রুবাইয়ার আবদার ।
সপ্তাহে ৫ দিন স্কুল খোলা
ব্যস্ত থাকে বইয়ের পাতায়,
পুতুল খেলায় কাটে তার
ছুটির দিনে ব্যস্ত সময় ।
বাবা-মাকে ঘুমাতে মানা
থাকতে হবে তার সাথে,
না হলে কাদঁতে থাকে
বিভিন্ন অজুহাতে ।
তাকে পড়তে বললে
বসে পড়ে ছবি আকঁতে,
অল্প বয়সে বেশ ভাল
ছবি আকাঁর রঙ তুলিতে ।