অচেনা অজানা এক বর
কনে দেখতে আসে,
বাবা মাকে ছেড়ে যেতে
কনের চোখে জল ভাসে ।
বিবাহ বন্ধন যখন সম্পন্ন হয়
অচেনাকে তখন আপন করতে হয়,
এ বন্ধনে ছিন্ন হলে
সমাজে সে অপয়া হয়ে রয় ।
দশ মাস দশ দিনপর
নারী যখন সন্তান প্রসব করে,
তখন মা নামক কনের
কতনা ! কষ্ট যন্ত্রণা ধরে ।
পিতা শুধু সন্তান জন্ম দিয়ে
কর্মের খোঁজে কাটায় বিদেশ,
সন্তান ও সংসারের যন্ত্রণায়
নারীর জীবন হয় নিঃশেষ ।
তাইতো কিছু নারী মনে করে,
নারী হয়ে জন্ম নেওয়া বুঝি পাপ,
কেননা সংসার জীবনে
নারীর কষ্টের রয়েছে অনেক ধাপ।