হে নারী তুমি কেমন ?
ওরা তোমায় করে নির্যাতন,
তুমি কেন করোনা
ওদের বিরুদ্ধে অনশন ।
হে নারী তুমি কেমন ?
ওরা তোমার মুখে ছুরে অ্যাসিড,
প্রহারে রক্তাক্ত করে দেহ পিঠ
তবুও তুমি করোনা আদালতে রীট ।
হে নারী তুমি কেমন ?
সামান্য অজুহাতে স্বামী তোমারে,
কত বার বাড়ী ছাড়তে বলে
তবুও তুমি যাওনা তারে ছেড়ে।
শত জুলুম অত্যাচার সহ্য করে
তুমি করছো স্বামীর ঘর,
আসলেই নারী তুমি
মায়ের জাতি মহৎ ও উদার ।