মা’গো তুমি আছ ভাল,শুনি শুধু কানে!
মিথ্যে সান্তনা দিচ্ছ আমায়–
যেন কষ্ট না লাগে মোর মনে।
মন ভরে দেখি না মা’গো,আজ কত দিন
তোমার ঐ মায়া ভরা মুখ,
দু’চোখ ভিজে অশ্রু জলে —
মোরে কে দেবে সান্তনা,কে দেবে একটু সুখ?
শত কষ্ট ভুকের ভেতর লুকিয়ে, মুখে রাখি হাসি!
বুঝতে দেইনা কাউকে মা’গো সবার সাথে মিশি।
শুধু তুমিই জানো,কেন আসছি মা’গো ?
ছেড়ে তোমার মায়া
কোথায় পাব এত আদর?
কে দেবে আমায় আচঁল নিচে একটু ছায়া?
আসতাম না মা’গো তোমায় ছেড়ে,
এক মুঠু ভাত পেলে!
চোখের সামনে পাওনা দেখতে,
কেমন আছে মা’গো —
আজ তোমার এত আদরের ছেলে?