এসো হে ক্লান্তিহীন বালিকা,
নিরঝুম উত্তপ্ত দুপুরে।
কেশের বেনিতে বেলি ফুলে সৌরভে
আমি নির ঘুম পথিকের মত চেয়ে থাকি ঐ দীপ্ত লালিমায়।
এক মুঠো তপ্ত রোদে পরশ দিয়ে যায়,
কোন ঘুমের আকাশের জোছনার পরী।
প্রাণপণে আঁকড়ে ধরেছি নিজেকে
তবুও বালিকা প্রেম নিবেদনে তুমি স্বেচ্ছাচারিতা দেখালে না।
এই ঘুমের আকাশে নীল রঙের সমাহার ছুয়ে ছিলাম,
হালকা নীল শাড়ীতে মানাবে তোমার বেশ।
চোখের কাজলে নাকের নলকে কানেতে ঝুমকোলতা
আপন মনে দেখতাম আড়ালে,
আমার উপস্থিতি তোমাকে শীলতা দিত,
তবুও বালিকা তুমি প্রেম নিবেদনে সেচ্ছাচারিতা দেখালে না।
ভোরের আকাশে আলোর মেলা ধরেনি যখন,
আমি একলা গোপনে বকুল ফুলে কুড়িয়ে, মালা গাঁথি তোমার হাতে শোভা বর্ধন করবে বলে,
আমি তপ্ত রোদে দাড়িয়ে একটা বকুলের মালা হাতে
আমার দাড়িয়ে থাকার প্রতিটি স্পন্দন তোমাকে নিয়ে
তবুও বালিকা তুমি প্রেম নিবেদনে সেচ্ছাচারিতা দেখালে না।
দূরের প্রাসাদে জরাজীর্ণ দেওয়ালে
প্রতিটি অগোছালো জানালায় এক মুঠো ভালোবাসা
আমার বিবর্ণ হৃদয় তোমার স্বেচ্ছাচারিতার অপেক্ষায় বালিকা।
কবি পরিচিতি
মোঃ আশরাফুজ্জামান শাওন
সাতক্ষীরা সরকারি কলেজ
ব্যবস্থাপনা বিভাগ