নাটোরের সিংড়ায় এক রাতে ৬ শ্যালো মেশিন চুরি হয়ে গেছে। সোমবার (৮ জানুয়ারি) রাতের কোন একসময় উপজেলার চামারী ইউনিয়নের ছোট কালিকাপুর বিল থেকে মেশিনগুলো চুরি হয়। মঙ্গলবার সকালে থানায় অভিযোগ করেন ভূক্তভোগীরা।
ভূক্তভোগী কৃষকরা জানান, সোমবার দিবাগত রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোরের দল ছোট কালিকাপুর বিল থেকে ফজলুর রহমান, মাজিদ, শরিফুল, কাবিল, শরিফুল ও শহিদুলের ৬টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায়। ভূক্তভোগী কৃষকদের বাড়ি ছোট কালিকাপুর গ্রামে।
তারা জানান, শ্যালো মেশিনে সেচ দিয়ে তারা যুগ যুগ ধরে ফসল আবাদ করে আসছেন। এর আগে কখনও এমন চুরি হয়নি। এমন চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র কৃষকরা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চোরদের সনাক্তে কাজ করছে পুলিশ।