নাটোরের সিংড়ায় এক’শ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোন একসময় উপজেলার পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা এ গাছ কেটেছে তা জানা যায়নি।
এ ঘটনায় ভূক্তভোগী মো. সাহাদত হোসেন সাধু সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
গাছের মালিক মো. সাহাদত হোসেন সাধু জানান, গত ১ বছর আগে পুকুর পাড়ে প্রায় ১০০টি কলা গাছ রোপন করি। মঙ্গলবার সকালে পুকুরে গিয়ে দেখি গাছগুলো মাটিতে পড়ে আছে। কে বা কারা এ গাছ কেটে ফেলেছেন তা বলতে পারেন না তিনি। তবে তাদের পরিবারের সঙ্গে কারো বিরোধ নেই বলেও তিনি জানান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, এ বিষয়ে একটি জিডি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।