কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে নৌকাকে ডুবিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন। তিনি ঈগল প্রতীক নিয়ে ৮৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।
রোববার (৭ জানুয়ারি, ২০২৪ইং) পাকুন্দিয়া কটিয়াদি দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে বিষয়টি জানা যায়।
অদ্য সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনার কাজ। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮০৪ জন।
উল্লেখ্য: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে ২০৬০৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে ১৬৩, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন।