পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক পৃথক অভিযানে মাদকসহ তিন যুবককে আটক করার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, বুধবার ( ০৩ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল হকের নেতৃত্বে তাদের একটি টিম আটোয়ারীতে অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটদাপ গ্রামের মোঃ দাইমুল ইসলামের পুত্র মোঃ সুমন রানা(৩২)’র শয়ন ঘর তল্লাশী করে বক্স খাটের নিচে পাকা মেঝের উপর ৩০ বোতল ফেনসিডিল এবং সুমনের পরিহিত জ্যাকেটের পকেট হতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মাদক দ্রব্যসহ সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পঞ্চগড় কর্তৃক আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যার মামলা নং-০২, তারিখ: ০৩/০১/২০২৪। অপরদিকে আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া’র দিক নির্দেশনায় এসআই দীনবন্ধু’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকার মিজানুর রহমান প্রফেসারের মেহগনি বাগানে ১০০ গ্রাঃ গাজা সহ দুই যুবককে হাতেনাতে আটক করে অভিযানকারী দল। আটককৃতরা হলো: বোদা উপজেলার তিতোপাড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র ফিরোজ ইসলাম(২৭) ও দ: সাতখামার গ্রামের শাহাজাহান আলীর পুত্র মোঃ জামিন(২৪)। আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া মাদকসহ আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারনীর ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০১, তারিখ: ০৩/০১/২০২৩। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।