“ভালোর সাথে আলোর পথে” স্লোগান কে সামনে নিয়ে এগিয়ে যাওয়া অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রথমআলো বন্ধুসভা নাটোর জেলার কমিটি গঠন হয়েছে। সোমবার নাটোরের দিঘাপতিয়ার ধূপছায়া রির্সোটে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাহবুব রহমানকে সভাপতি,সুজন কুমার শীলকে সাধারণ সম্পাদক ও মিন্নান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৪ সালের ২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় নাটোর বন্ধুসভার উপদেষ্টা এ্যাডভোকেট মুক্তার হোসেন বলেন, বন্ধুসভা একটি আনন্দের জায়গা। এই সংগঠনের সদস্যরা আনন্দ করতে করতে মানুষের উপকার করে,দেশকে সুন্দর করতে কাজ করে। এখানে কোনো হিংসা নেই,দাম্ভিকতা নেই। এখানে ছোট বড় সবাই বন্ধু। এজন্যই এই সংগঠনের নাম বন্ধুসভা।
নাটোর বন্ধুসভার উপদেষ্টা প্রভাষক সেলিম রেজা বলেন, মানুষ মানুষের জন্য। পৃথিবীতে আমাদের এমন কিছু করে যেতে হবে যাতে মৃত্যুর ১ বছর আমাদের সবাই ভুলে না যায়। তিনি নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে সুন্দর দেশ গড়তে একসাথে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন প্রথমআলোর নাটোর প্রতিনিধি এ্যাডভোকেট মুক্তার হোসেন,নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের প্রভাষক সেলিম রেজা, বন্ধুসভার সাবেক সভাপতি আব্দুল কাদের সজল,যুগান্তর পত্রিকার সিংড়া প্রতিনিধি সাইফুল ইসলাম,ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ অন্যান্য বন্ধুসভার সদস্যবৃন্দ।