কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা মাওলানা শফিকুল ইসলাম মোড়ল মনোনয়ন ফরম দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় কটিয়াদি উপজেলা রিটার্নিং কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ এর কাছে এ মনোনয়ন ফরম জমা দেন।
এসময় কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মোঃ সাইফুল্লাহ, কর্ম পরিষদ সদস্য এসএম ইউসুফ, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুন, কটিয়াদি জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, পাকুন্দিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার, সাবেক আমীর ডা. মোঃ সোহরাব উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগের কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।