জামালপুরে বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)-২ বিশেষ অভিযান চালিয়ে১৭ পিস ইয়াবাসহ মো: সোহাগ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের খুনি পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত সোহাগ বাট্টাজোড় ইউনিয়নের খুনিপাড়া গ্রামের আল-আমিনের পুত্র ।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি)-২ অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, সন্ধ্যায় ডিবি পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে খুনিপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে সোহাগ নামে একজন কে ১৭ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।