বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি’র পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত সিলেট নগরীর বন্দরবাজার, সিটি সুপার মার্কেট, হকার্স মার্কেট এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা মার্কায় ভোট চান নেতৃবৃন্দ। এ সময় ব্যবসায়ী স্তরের নেতৃবৃন্দ আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ড. একে আব্দুল মোমেনকে ভোট দিতে প্রস্তুত রয়েছেন বলে আশ্বাস দেন।
গণসংযোগে অংশ নেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠু, সিনিয়র সহ সভাপতি এস.এম জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক ডা. আক্তার হোসেন, কার্যকরী সদস্য ডা. শাহীন মিয়া, ডা. সবিত কুমার দাস, নুরুল আমিন খান, জয়দীপ চক্রবর্ত্তী, মোঃ ঈসা তালুকদার প্রমুখ।