শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আন্তরিক আলাপনে প্রশংসা করছেন স্থানীয়রা 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ

প্রচারণার মাঠে হঠাৎ দেখায় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীকে পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া চাইলেন পাবনা ২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় সংগীত শিল্পী ডলি সায়ন্তনী। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে সুজানগর উপজেলার হাটখালী বাজারে দেখা হয় উভয় প্রার্থীর৷ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে শুভকামনাও জানান তারা।
এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আহমেদ ফিরোজ কবির প্রচারণায় কোন অসন্তোষ আছে কিনা জানতে চান। ডলি সায়ন্তনী অসুবিধা নেই জানিয়ে ফিরোজ কবিরকেও শুভকামনা জানান।
হাটখালী এলাকার রবি, সন্তোষ ও মাসুম সহ একাধিক ভোটার বলেন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী বলতে আমরা হিংসা বিদ্বেষ বা একে অপরকে নিন্দা গীবত করতে দেখেছি। প্রতিদ্বন্দ্বীর প্রচারণায় বাধা, মারামারি, সংঘাত, হামলাই স্বাভাবিক ব্যাপার ছিলো। কিন্তু আজ এই দুই প্রার্থী যা দেখালেন, তা প্রতিদ্বন্দ্বীর প্রতি প্রতিদ্বন্দ্বীর দারুণ সম্মান ও সৌহার্দ্যবোধ। এগুলোই রাজনীতির সৌন্দর্য। এভাবে যদি প্রত্যেকেই প্রত্যেককে সম্মানের নজরে রাখে তাহলে হানাহানির কোনো জায়গা থাকবে না। ভোট কোনো আতঙ্কে নয় উৎসবে রুপ নেবে।
এব্যাপারে বিএনএম মনোনীত প্রার্থী ডলি সায়ন্তনী বলেন, ভোটের মাঠে প্রতিযোগিতা থাকবেই, এর জন্য সম্মান ও শ্রদ্ধাবোধ হারিয়ে যাবে কেনো? উনি আমার সিনিয়র। আমি মনে করি প্রতিযোগিতার বাইরেও প্রতিদ্বন্দ্বীর প্রতি এতোটুকু সম্মানবোধ সবারই থাকা উচিত। সেই জায়গা থেকেই উনার থেকে আমি দোয়া নিয়েছি। উনিও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আ.লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, ভোটের লড়াইয়ে আমি তাকে শুরু থেকেই স্বাগত জানাচ্ছি। একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে সবরকম সহযোগিতা তাকে দেয়া হবে বলেও জানিয়েছি। এর মধ্য দিয়ে একে অপরের প্রতি সম্মানবোধ জাগ্রত রাখার প্রচেষ্টাও অব্যাহত থাকবে। সম্মান প্রদর্শনের জন্য তাকে ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর