নাটোরের নলডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী (৩০) কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা হয়েছে।
গতকাল সোমবার দিনগত গভীর রাতে উপজেলার বাঁশিলা গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগী নিজেই বাদি হয়ে এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। এর আগে দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালে তার চিকিৎসাসহ ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশিলা গ্রামের সৌদিপ্রবাসীর বাড়ির প্রায় সকলেই সোমবার দিনগত রাতে বিলে মাছ ধরতে যায়। বৃদ্ধ দাদা শশুড়সহ ওই গৃহবধু এ সময় বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে একই গ্রামের বাসিন্দা বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেকের ছেলে মোঃ তুহিন (২৪), প্রতিবেশী মোখলেস ব্যাপারীর ছেলে ওসমান ব্যাপারী (৪৫) ও বিশু বিদ্যার ছেলে মোঃ জীবন (৪০) বাড়িতে ঢুকে গৃহবধূর মুখে কাপড় বেঁধে গৃহবধুকে জোর করে পাশের একটি ফসলী মাঠে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। বৃদ্ধ দাদা নাতি বউকে বাড়িতে না পেয়ে অন্যদের খবর দিলে সকলে আলো নিয়ে খোঁজাখুজি শুরু করলে রাত দেড়টার দিকে ধর্ষণকারীরা গৃহবধুকে ফেলে পালিয়ে যায়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী নিজেই বাদি হয়ে বিকেলে তিনজনকে অভিযুক্ত থানায় অভিযোগ দিয়েছেন। সন্ধ্যায় অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের আটকের চেষ্ঠা করছে পুলিশ।