আমার গ্রামের নাম ডাক কৈগ্রাম
দক্ষিণ পাড়ায় থাকি,
রাস্তা নেই কাঁদা মাটি পেড়ে হাঁটি
আমি আল্লাকে ডাকি।
সবুজ প্রকৃতি তুমি বন্ধু
মিলে মিশে বাস করি,
ফসলের রাণীকে ভালোবেসে
আমি ধান খেত গড়ি।
তিন আবাদের দেশ এখানে
ধান যে মাটির প্রাণ,
কৃষকের গায়ে ভড়েছে মাটি
বধূ ঘরে গায় গান।
ঘুঘু ডাকে আমি শুনি সে ডাক
কাঠ বিড়ালী মারে দোড়,
ছয় মসজিদে শুনি আযান
মধুর লাগে সে ভোর।