দাদা গেলো দাদী গেলো
গেলো বাবা মা
এখন আমরা বাঁকি আছি
দুই চাচা ভাতিজা।
কখন যে কার সময় হবে
শেষ বিদায় নেওয়ার
অপেক্ষায় থাকি সবসময়
পরপারে যাওয়ার।
আনন্দে দিন কাটিয়েছি কত
নেই তার দিশে
কত বিপদ মোকাবিলা করেছি
দু’জনে মিলেমিশে।
শৈশবের স্মৃতি গুলো ছিল
কতো যে চমৎকার
বিভিন্ন খেলায় জিতে নিয়েছি
হরেক রকম পুরস্কার।
চাচা ভাতিজা আমরা দু’জনে
ছিলাম বন্ধুর মতো
দরিদ্র পরিবারে সাহায্য করেছি
হিসাব ছাড়া কতো।
এখন সময় বড্ড খারাপ
বয়স যাচ্ছে বেড়ে
সময় হলে আজরাইল এসে
জীবনটা নেবে কেড়ে।