শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে সিনিয়র সাংবাদিক এস এম রাজা চারণকবি রজনীকান্ত সেন স্মৃতি পদক পেলেন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এস এম রাজা চারণকরি রজনীকান্ত সেনের স্মৃতি পদক পেলেন। মহান শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন উপলক্ষে সাহিত্য ও সংগীত পরিবেশনায় বিশেষ অবদান রাখায় আনুষ্ঠানিক ভাবে এই সন্মাননা পদক প্রদান করা হয়। রবিবার (১৭ ডিসেম্বর) পাবনায় সাহিত্য নিকেতন কাব্য মঞ্চে আনুষ্ঠানিক ভাবে কবি ও শিল্পীর হাতে আনুষ্ঠানিক ভাবে এই সন্মাননা পদক তুলে দেন প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দীন বিশ্বাস। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কবিতা সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, এ্যাডভোকেট আজিজুল হক সহ ভারত থেকে আগত কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক ইকবাল দরগাই, বীর মুক্তিযোদ্ধা ও কবি আবুল কালাম আজাদ, সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক, প্রাবন্ধিক ও কবি ড. মুনসুর আলম, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। কবি ও শিল্পী এস এম রাজা’র সুদীর্ঘ জীবনের সাহিত্য ও সংগীত চর্চার মূল্যায়ন করে এই সন্মাননা পদক প্রদান করা হয়। উল্লেখ্য, প্রথিতযশা সাংবাদিক, কবি ও শিল্পী ১৯৬৮ সাল থেকে সংগীত ও সাহিত্য চর্চা করে আসছেন। তিনি এ পর্যন্ত প্রায় আড়াই হাজারের বেশি ছড়া কবিতা লিখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১ টি। অন্যদিকে সংগীতে অসামান্য অবদান রেখেছেন তিনি। সুধু তাই নয় বাংলাদেশ বেতার, বৈশাখী চ্যানেল, চ্যানেল আই, চ্যানেল ওয়ান, মাই টিভিসহ বিভিন্ন চ্যানেলে শতাধিক প্রোগ্রাম করেছেন তিনি। দেশের বিভিন্ন জেলায় পাঁচ হাজারেরও বেশী মঞ্চে প্রোগ্রাম করে ব্যাপক সুনাম অর্জন করেছেন এই গুনি মানুষটি। এখনও সাহিত্য ও সংগীত চর্চা পূর্ণদমে চালিয়ে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত তিনি সাহিত্য সাংবাদিকতা ও সংগীত চর্চার স্বীকৃতি স্বরুপ প্রায় ১৫ টি সন্মাননা পদক পেয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি মানুষের সৃষ্টি কর্মের মূল্যায়ন হওয়া উচিত। মৃত্যুর পর মূল্যায়নে ব্যাক্তিটির আত্মা অতৃপ্ত থেকে যায়।
এদিকে কবি ও শিল্পী এস এম রাজা’র পদক প্রাপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে যারা অভিনন্দন জানিয়েছেন তারা হলেন, পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী গালিবুর রহমান শরীফ, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা, লক্ষীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শরীফ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, চট্টগ্রাম,পাবনা, সিরাজগঞ্জ কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ও আলো বাগ ক্রীড়া সংস্কৃতি ও চিত্ত বিনোদন সংস্থার সভাপতি আলহাজ আব্দুস সাত্তার মন্ডল, সাঁড়া ঝাউদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান, মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি, লেখক, প্রাবন্ধিক, গবেষক, কবি আসমান আলী, রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও বেতার শিল্পী মাসুদ রানা, বন্ধু মহল’৭৬ ব্যাচের পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর