শনিবার, ১৮ মে ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ

আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনটির শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,  আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, দেবোত্তর ডিগ্রি কলেজ, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়,আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়,
আটঘরিয়া প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, দেবোত্তর রক্তদান সংঘ, উপজেলা বিএনপি, সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সরকারী,আধাসরকারী ও স্বায়ত্বসাশিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম,আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
পরে উপজেলা অডিটরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। সংর্বধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক।
বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রেনু,  বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ পঃ কর্মকর্তাডা. আব্দুল্লাহ আল আজিজ, কৃষি অফিসার সজীব আল মারুফ, প্রানী সম্পদ অফিসার আকলিমা খাতুন, মৎস্য অফিসার শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, সমাজ সেবা অফিসার ইসমত জেরিন, নির্বাচন কর্মকর্তা নাসরীন আকতার, সমবায় অফিসার শেখ জাকিয়া সুলতানা, আনসার ভিডিপি অফিসার জেসমিন আক্তার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর