শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

ই-পেপার

কাউনিয়ায় অবরোধের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে লাঞ্ছিত -জে এস এস এর নিন্দা

মোঃআবু তালেব,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ণ

রংপুরে কাউনিয়ায় বিএনপির অবরোধের সংবাদ করার জেরে এক সাংবাদিককে চরম ভাবে লাঞ্ছিত করেছে উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু। এঘটনায় কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৭ই ডিসেম্বর জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় “অবরোধে যান চলাচল স্বাভাবিক মাঠে বিএনপি নেতাকর্মী শূন্য” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার জেরে উপজেলার নগরবন আমেনা স্কুলের পাশে রফিকুলের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে সকালের সময় পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম কে দেখে চরম ভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মারার জন্য তেড়ে আসেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু।
এরপর বিয়ে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে থামানোর চেষ্টা করেন । এসময় তিনি তার নেতাকর্মীদের ডাকেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে চরমভাবে লাঞ্ছিত করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম কে।
এঘটনায় তাৎক্ষণিক সংবাদ কর্মীরা প্রতিবাদ জানায় এবং রাতেই কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে উক্ত হীন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাগ্রত সাংবাদিক সংগঠন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃআবু তালেব, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম, মহাসচিব মো: সিরাজুল ইসলাম সহ সকল কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা-উপজেলা নেতৃবৃন্দ।
তারা উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর