বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি)বিকেলে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফেডারেশনের অনগ্রসর সদস্যদের অংশগ্রহণে কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.রোকনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহ গোলাম তারেক রাফসান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ.দা.) মোঃ আবু তাহের,আরডিআরএস বাংলাদেশ কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার মোঃ আতিকুর রহমান, সিএম নার্গিস বেগম, পঞ্চগড় জেলা ফেডারেশন চেয়ারম্যান মোঃ দবিরুল ইসলাম, উপজেলার অন্যান্য ইউনিয়ন ফোরেশনের চেয়ারম্যান প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের বক্তব্যে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি করার কথা নিশ্চিত করেন। কর্মশালার শুরুতে আরডিআরএস বাংলাদেশ এর কার্যক্রমসমুহ প্রজেক্টরের মাধ্যমে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর