শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

ই-পেপার

সংসদ সদস্য প্রার্থীর কাছে টাকা দাবী গ্রেপ্তার-১

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারনার অভিযোগে রিপন খন্দকার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর পুনে তিনটার দিকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার রাতে সংসদ সদস্য প্রার্থী জাহানারা বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় সাইবার নিরাপত্তা আইন মামলা করেন। রিপন খন্দকার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মৃত কুদ্দুস খন্দকারের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে জাহানারা বেগম সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রবিবার রাতে নির্বাচন অফিসের লোক পরিচয় দিয়ে রিপন খন্দকার সাংসদ প্রার্থীকে জানায় তার মনোনয়ন পত্র কিছু ভুল আছে, সংশোধন করতে হবে, এজন্য কিছু টাকা দিতে হবে। সংসদ সদস্য প্রার্থীর সন্দেহ হলে ফোন করে তার পরিচয় সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার এক পর্যায় বুঝতে পারেন তার সাথে প্রতারণা করা হচ্ছে। এরপর সংসদ সদস্য প্রার্থীর ছেলে বড়াইগ্রাম থানায় মামলা করলে অভিযান চালিয়ে রিপন খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় রিপন খন্দকারের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি বাটুন মোবাইল ও ১ টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন খন্দকার নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ৫দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর