পাবনার আটঘরিয়ায় ১৬টি স্কুল, কলেজ ও মাদ্রায় ২৫৭ জোড়া ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদের সামনে এই কার্যক্রমের শ্রভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম শাহজাহান আলী, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ গোলাম রব্বানী, মাজপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোকাদ্দেছুর রহমান, চাঁদভা মাদ্রাসার মোঃ সোহেল রানা, আওয়ামীলীগ নেতা মোঃ জিন্নাত আলী শেখ।