প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফিরোজা পারভীন, ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রতিবন্ধী যুব উন্নয়ন পরিষদের সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।