রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় অবরোধ ও হরতালের সমর্থনে ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে মশাল মিছিল

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৮তম দফা (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা) অবরোধ কর্মসূচি এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মশাল মিছিল বের করা হয়েছে। পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে মশাল মিছিলটি শহরের মহিষের ডিপু থেকে বের হয়ে শহরের বড় বাজার পর্যন্ত পদক্ষিণ করে। মশাল মিছিলে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও ¯ে^চ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, “এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে। আমাদের অবরোধ কর্মসূচি জনগণের দাবির ওপর ভিত্তি করে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়। যারা দেশের মালিকানা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর