“খেলাধুলাকে হ্যা বলি মাদককে না বলি” স্লোগানে পাবনার ভাঙ্গুড়ায় ঝবঝবিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলে অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঝবঝবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় ৩-১ গোলে মনস্টার ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয় এসআর ফুটবল একাদশ। খেলায় প্রধান ম্যাচ রেফারি হিসাবে দ্বায়িত্ব ছিলেন সরকারি হাজী জামাল উদ্দীন কলেজের শিক্ষার্থী মো: রিদয় হোসেন।
জানা যায়, মাসব্যাপী এ খেলায় সর্বমোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ১৫ ম্যাচে পয়েন্টের খেলায় শীর্ষ সেমিফাইনালে আসে চারটি দল। সেমিফাইনাল শেষে ফাইনালে আশে অধিনায়ক সোহানুর রহমানের এসআর ফুটবল একাদশ ও অধিনায়ক শাকিল আহমেদের মনস্টার ফুটবল একাদশ। পরে বুধবার ফাইনাল খেলায় ১-১ গোলের সমতা হয়ে টাইফিগারে ২-০ (মোট ৩-১) গোলে মনস্টার ফুটবল একাদশকে হারিয়ে এসআর ফুটবল একাদশ বিজয়ী হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ম্যান অফ দা ম্যাচ পুরস্কার আশরাফুল আলমকে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।