জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মসজিদের কমিটি নিয়ে দু-পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী দক্ষিন মধ্যে পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসী ও মসজিদ কমিটি সুত্রে জানা গেছে, হাটবাড়ী দক্ষিন মধ্যে পাড়া জামে মসজিদের বর্তমান কমিটির সভাপতি প্রভাষক ফজলে বারী বাদল প্রায় আডাই বছর যাবৎ দায়িত্ব পালন করছেন। এর আগে ওই মসজিদ কমিটিতে বীর মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন মাষ্টার দায়িত্বে ছিলেন। কিছু দিন যাবৎ হাটবাড়ী দক্ষিন মধ্যে পাড়া জামে মসজিদের মুসুল্লীদের মাঝে কমিটি গঠন নিয়ে আলাপ আলোচনা চলছিল।এরই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মা নামাজ পড়া শেষে একই কমিটির সহ সভাপতি হুমায়ুন কবীর শামীম মেলেটারীর নেতৃত্বে মুসুল্লীর একপক্ষ নতুন কমিটি গঠনের পক্ষে অপর পক্ষ প্রভাষক ফজলে বারী বাদল এর পক্ষে বর্তমান কমিটি বহাল করা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মারমুখী অবস্থার সৃষ্টি হয়। পরে দু-পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ী থানার এস আই মোর্শেদ আলম এর নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ব্যাপারে মসজিদের বর্তমান কমিটির সভাপতি প্রভাষক ফজলে বারী বাদল ও অপর পক্ষের হুমায়ুন কবীর শামীম মেলেটারী ঘটনার বিষয়ে এ কে অপরকে দায়ী করে দোষারোপ করেন। জানতে চাইলে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, মসজিদের কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরোধটি নিয়ে সমঝোতা করার চেষ্টা চলছে । এ বিষয়ে সরিষাবাড়ী অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল।বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন মিমাংসা করার জন্য দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি।