জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শারীরিক প্রতিবন্ধী শামীম হত্যা মামলার আসামি আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব-১৪। রাতে গাজীপুর জেলার বাসন উপজেলার রওশন সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আনোয়ার বকশিগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নিলক্ষিয়া দক্ষিণ কুশলনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি নিহতের চাচাতো ভাই।জামালপুর র্যাব-১৪, স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সঙ্গে পূর্বে থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই জেরে গত ৩ অক্টোবর বেগুনের চারা রোপণকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় শামীমকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হত্যার শিকার শামীমের মা বাদী হয়ে গত (৪ অক্টোবর) বকশিগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার পর থেকেই আসামি ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। এ ঘটনায় পলাতক আসামি আনোয়ারের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেফতার করে র্যাব। আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বকশিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।