রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

মালয়েশিয়ায় নিহত ভাঙ্গুড়ার মনিরুলের মরদেহ দাফন সম্পন্ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ২:৪৪ অপরাহ্ণ

মালয়েশিয়ায় মাটি চাপায় নিহত প্রবাসী মনিরুল ইসলাম মিলনের (৩১) মরদেহ দাফন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় তার নিজ বাড়ি উপজেলার ঝবঝবিয়া গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ১৩ দিন পর মালয়েশিয়া থেকে বিমানযোগে আনা মনিরুলের মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুঝে নেন তার স্বজনরা। নিহত প্রবাসী মনিরুল ওই গ্রামের কৃষক জমিন উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভাগ্য বদলের আশায় গত ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মনিরুল। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি। গত(২ নভেম্বর) দেশটির মাচাং এলাকায় সড়ক নির্মাণ প্রকল্পে ১১ ফুট মাটির নিচে পাইলিংয়ের কাজ করছিলেন মনিরুলসহ কয়েকজন শ্রমিক। এসময় হঠাৎ মাটি চাপা পড়ে নিহত হয় মনিরুলসহ তিন বাংলাদেশি। মনিরুলের স্ত্রী ও ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮ টায় মনিরুলের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শেষবারের মতো মনিরুলের মরদেহ দেখতে তার আত্মীয়-স্বজন,পাড়া-প্রতিবেশিসহ শত শত মানুষ ভিড় করেন বাড়িটিতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, খবর পেয়ে তিনি প্রবাসী মনিরুলের বাড়িতে ছুটে যান। সেখানে শোকাহত পরিবারটির খোঁজ খবর নেন এবং জানাযায় অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে নানাভাবে সাহায্য সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর