শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

সিংড়ায় উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় দেশের চলমান রাজনীতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকাল ১০টায় সিংড়া পৌর শহরের আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক।

উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক খন্দকার মশিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আল আজাদ ছানা এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা কৃষকলীগের আহŸায়ক আনিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সবুজ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম সামি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের সকল অরাজনৈতিক কার্যকলাপকে প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার শপথ গ্রহণ করছি। জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের একমাত্র আস্থার নাম। জনগণ বিএনপি-জামায়াতের অবরোধ প্রত্যাখ্যান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর