স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুকে যেমন এদেশের মানুষ হৃদয় দিয়ে ভালোবাসতো। ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে এদেশের মানুষ। কেননা তারা মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আলোকিত করেছেন বাংলাদেশকে। তিনি যতদিন থাকবেন বাংলাদেশ আলোকিত থাকবে। তাই শেখ হাসিনার বিকল্প বাংলাদেশ আর কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধু মাত্র শেখ হাসিনা। নৌকার বিকল্প শুধুমাত্র-ই-নৌকা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর হাওয়া ভবনের নির্দেশনা ছাড়া কিছুই হতো না। হাওয়া ভবনের নির্দেশনায় জঙ্গিদের- সন্ত্রাসের উত্থান হয়েছে। সন্ত্রাসীরা দিনে-দুপুরে মানুষ খুন করতো তার বিচার হতো না। যেমনটা এই নাটোর অঞ্চলেও হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নামক একটি রাজনৈতিক দল অনেক কিছু করার চেষ্টা করছে। তারা( বিএনপি) বলেছে শেখ হাসিনাকে মানি না, ২৮ তারিখে শেখ হাসিনাকে নামিয়ে তাদের সরকার গঠন করবে। মানুষ কি এতোই বোকা। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচন লাগবে। নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সুনিশ্চিত পরাজিত হবে জেনেই ২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসে নাই। নির্বাচনে না এসে অগ্নি সন্ত্রাস করেছে। বাস ভর্তি মানুষ, সেখানে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। তিনি বলেন, এদেশের মানুষ কখনো-ই সন্ত্রাসীদের আশ্রয়- প্রশ্রয় দেয় নাই।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নারয়ানগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি ও মুজিব কর্ণার এবং শহরের হরিশপুর এলাকায় নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করেন।