রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনা যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৯:০০ অপরাহ্ণ

পাবনা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বিএনপি জামাতের কথিত অবরোধ, পুলিশ আনসার সদস্যকে হত্যা, অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা মহিলা লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস শামসুন্নাহার রেখা, আ. লীগ নেতা কামিল হোসেন, শরিফুল ইসলাম পলাশ, পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. আরেফা খানম শেফালী, সাধারণ সম্পাদক প্রভাষক কোহিনুর ফেরদৌস কণা, সহ-সভাপতি আইরিন কিবরিয়া কেকা, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন সুমি, রোকসানা পারভীন কনক, সাংগঠনিক সম্পাদক রুবিয়া খাতুন রোজী, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামীমা জামান টুম্পা, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. সানজিদা পারভীন দীপা, সাধারণ সম্পাদক শায়লা পারভীন ইলা, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা, ইশ্বরদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনুসহ পাবনা যুব মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. আরেফা খানম শেফালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক কোহিনুর ফেরদৌস কণার পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা মহিলা লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস শামসুন্নাহার রেখা, আ. লীগ নেতা কামিল হোসেন।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ আর আগুন সন্ত্রাসের কারণে মানুষ আজ নিরাপত্তাহীন। নির্বাচন আসলেই তারা সন্ত্রাসের পথ বেছে নেয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতেই তারা আগুন সন্ত্রাসে নেমেছে। আমরা শক্ত হাতে বিএনপি-জামায়াতের অবরোধ-আগুন সন্ত্রাস প্রতিরোধ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর